Wednesday, July 11, 2012

বারোমাস্যা

ভেবেছিলাম স্বপ্ন আঁকড়ে
 পাড়ি দেব সাগর পাড়ে,
ডুব-সাঁতারে আনব তুলে মুক্ত যত|

এবার শুধু ছুটতে থাকি সূর্য্য ওঠার পরে |
আলোয় ভরা চৌকো খাঁচার কাঁচ দেয়াল এ 
রক্ত শুন্যা বন্ধ্যা দিন কাটছে একে একে |

দূর থেকে ঢেউ ডাক পাঠায় সাগর-পাড়ের
কাঁচ দেয়ালে  ছলাত ছলাত |