সবুজ বোতলটা ফেলে এসেছি,
সঙ্গে সেই অভিমানী সমীকরণের ধ্রুবকদের,
তবু পরিচিত রিং-টোনের অনুপস্থিতি
ভরে তোলে শ্রাবণ এর বিকেল বেলা বিষাদ রাতে |
নেমে আসে মন-খারাপের ঘুম |
আর ঘুমের ভেতর এ
পুরনো বিকেলের শুকতারারা ফিরে ফিরে আসে,
ডাক পাঠায় ঘর ফেরা পাখি আর পরিযায়ী বিমান এর চিকমিকি |
মনে পরে সেদিন একসাথে আমরা দুজনে, আমাদের মতন
আদরের গোধুলি থেকে শান্ত সন্ধ্যে নামিয়ে আনি|
বিষাদ রাত তখন আলোয় ঝলমল |