যা হওয়ার ভয় ছিল তাই হলো ।
চোখের মধ্যে একদিন সুঁচ ঢুকেযাছে
এই স্বপ্নে শুতে পারিনি দিন এর পর দিন।
তাই হলো।
গোলাপী সুক্ষ্ম আলোর সুঁচে সেলাই হয়েগেল চোখ ।
ভয় ছিল ,
একদিন মুখোস খুলে বেরিয়ে যাবে কদর্য্য সব ভয় বেরিয়ে গিল।
ভয় ছিল বেরিয়ে যাবে উলঙ্গ ঘৃণায় মাখা অপত্য ভালবাসা ।
বেরিয়ে গেল সেও ।
বেরিয়ে গেল যত নষ্ট ঘুণ ধরা লুকোনো ভয়।
কি বা আছে বেঁচে থেকে এই ব্যবসায়ী বাজারে।