Thursday, January 26, 2012

Dedicated to Me

গোলাপী ছোট পা দুখানি তার

ঢাকা ছিল আদর এর চামড়ায় ,

পাহাড় এ ওঠা কোনো এক বাঁক -এ

ছোট সেই মেয়ে ভাবলো এগিয়ে যাবে এবার আদুরে পায় |

তারপর কেটে গেল অনেক গুলো পাহাড়,

পায়ের লাল দাগ ভরা সে ফেরার পথ এ

সে পায়নি খুঁজে ফেলে আসা জুতো দুখানা |

No comments: