Sunday, February 19, 2012

এক অন্ধকারের কাহিনী

সে আর্তনা বেশ স্ত্বব্ধ হয়েগেছে|
বোবা চাঁদের আলোয় শান্ত নিঝুম চারিপাশ,
ক্লান্ত তারারা উদাসী নজর এ ব্যস্ত রাত-পাহারায়;
কাকুলি দিদিদের বাড়ির কুল গাছ মায়াবী ছায়ায় হাতছানি দেয় মার্চ এর বসন্ত-বাতাসকে |
আমার মাথায় ভীর করে যত প্রশ্ন চিহ্নরা|

আচ্ছা, ও কি ঘুমিয়ে পড়েছে কাঁদতে কাঁদতে ?
নাকি চুপটি করে শুয়ে মনে করছে ওর হারিয়ে যাওয়া মায়ের কথা?
সস্তা কাঁচের চুরির রিনরিন আর সাবানের নিম গন্ধ?
কাজের বাড়ির বারান্দায় বসিয়ে ভোর বেলার আধঘুমন্ত খোকাকে
মুখ মুছিয়ে বলা: সোনা, দুষ্টুমি নয় একদম|


সকাল বেলায় ঘুম ভাঙ্গলো ...একরাশ কিচিরমিচির..
চড়ুই পাখি..আর তাদের দানা খাওয়ানো ওপাড়ার ভুলোদাদার সত্যানেব্ষী দলবল
ভিড় করে আসে কৌতুহলী সমাজসেবী জেঠিমাদের আলোচনায়..
"বুঝলেন পিসিমা , একদম থ্যাতলানো মাথা, আর ঘাড় থেকে আলাদা আপ লাইনের ধারে;
আর ডাউন এর ফিস্প্লেট এ বাকি সব, না দেখলে বুঝতেও পারবেননা কি অবস্থায় দেখলাম কাল|
শুনে কপাল চাপড়ান পিসিমা, কাল থেকে সত্তরতম বার হায়তবা,
মা নিয়ে এলো আমার জন্য সেই আলুর তরকারী আর মুড়ি,
সঙ্গে গুজিয়া,
বাইরে ততক্ষণ এ আলোচনা বেশ জোরদার|
নীলুর মাএর আক্ষেপ , হ্যাগা, একবার কোলের কচি বাচ্চাটার কথা ভাবলিনা, এত তেজ?
ভুলোদার গলা, সত্যি মানুস এর যে কখন কি হয়..

আমাদের নির্ঝনঝাট শহর তলি কদিন এর পর বেশ শোরগোল, টিভির ব্রেকিং নিউস এ|
আর সেই বিদ্রোহীনির মেয়ের গল্প|
যে আগুন জ্বালিয়েছিল,
আর তাতে পুড়ে খাক হয়েগেছিল এক মাংসলোভি বিয়ে-ব্যবসায়ী জানোয়ারএর দল|
শুনেছিলাম ওর স্বামীর প্রায় পুরোটাই ঝলসে গেছিল...হাত এ ধরা মদ এর বোতল টা শুধু গড়িয়ে গেছিলো এক পাশে|
আর পাশের বাড়ির কৌতুহলীদের দল
মেয়েটার কান্না , মাতাল আর বাচ্চাটার চীত্কার
রোজ রাত এর মতন ভেবে ডুবে গিয়েছিল ঘুম এর জগত এ|









No comments: