মৃত মানুস এর দঙ্গল থেকে পালিয়ে
আমার সান্ধ্য লোভী অভিযান অমূল্য গোলাপী তোষকএর আশ্রয়ে ;
রোজকার এর মতন|
রক্তহীন ধুসর আমি পরে থাকি সাজানো নরক এ ;
হলুদ দেয়াল এর টিকটিকি আর গুবড়ে পোকার দল
ভীড় করে আসে
ধোসাইডলির স্মৃতি মাখা সকালের প্লাস্টিক এ|
ধোসাইডলির স্মৃতি মাখা সকালের প্লাস্টিক এ|
নর্তকীর মতন লাস্যময়ী উষা ফ্যান
মনরঞ্জন করে চলে
মনরঞ্জন করে চলে
আর হাসে আমার শ্মশান ঘরের বিত্রস্ত জামা কাপড় এর ফাঁকে
বাসী বিস্কুট এর গুড়ো দেখে |
বাসী বিস্কুট এর গুড়ো দেখে |
মৃত আমি ফিরে চলি স্বপ্নের দেশে ,
রক্ত-মানুস এর খোঁজে |
রক্ত-মানুস এর খোঁজে |
No comments:
Post a Comment