Thursday, June 27, 2013

ভীত ভিখারীর বাস্তব

সব ছিড়ে ভেসে গেছ সাকুরার পালক !
বাঁচার রসদ খুঁজে ফিরে ক্লান্ত শরীর 
ফিরে যায় বারবার ঘুমের আশ্রয়ে !
মিথ্যে সান্তনার ঘিরে ফেলে যত পুরনো রক্তের দাগ,
যত সত্যি-ভয়, যত কার্য-কারণ দুঃস্বপ্নের সরল সমীকরণ !
ব্যর্থ , মৃত সাদাটে সাকুরা ভেসে চলে ...! 

No comments: