Friday, August 2, 2013

সত্যি করে যা হলো

শুরুতে সব ই ছিল,
পাখি ফুল পাতা পাপড়ি গান নদী আকাশ ভরা তারা আর বৃষ্টি ভরা বিকেল!
তারপর যা হয় আর কি!
বৃষ্টি থামতেই শুরু গাড়ির দৌরাত্ম্য আর ভিখারীর ছ্যাবলামো !
কিছু ভীতু মানুষ এর দল এসে বোঝালো ওদেরকে!
পাখীটা এই বেলা খাঁচায় না আটকালে উড়ে পালাবে,
আর ওই ফুল পাপড়ি এই বেলা তুলে ফেল প্লাস্টিক এ মালা গেঁথে!
বৃষ্টি শেষ,গুছিয়ে ফেলতে হবে সব কিছু!
সাবধানী হতে চাইল ওরা!
আকাশ যে এখন কালো ভয়াল, অন্ধকার এ মুখ দেখা যায়না পুরোপুরি!
তাই বিশ্বাস অবিশ্বাস মিশিয়ে চলল মালা গাঁথা!
এদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যে শেষ হয়ে কখন রাত হব হব !
 চামচিকি আর বাদুড়ের দল বেরিয়ে পড়েছে শিকারে !
তাড়াহুড়ো করে ওরা গুটিয়ে নিল মালা,
সুতোয় টান, দাম বন্ধ করা প্লাস্টিক!
খাঁচায়  ভিজে বন্দী পাখি খিদের চটে ঘুমিয়ে পড়েছে কখন!
নদী তখন জোয়ারে কালো ভয়াল!
ভীতু মানুষেরা বোঝালো ওদেরকে,
এইবেলা গাটরী বাঁধো  বাছারা !
ওরা তাই মালা গুলো গুটিয়ে ফুল গুলো চটকে খাঁচা হাতে দিল ছুট !

একটা কালো দানবের মতন নৌকো এসে দাঁড়ালো নদীর গা ঘেসে!
শেষ বারের মতন তারাগুলো কে দেখবে বলে 
আকাশের দিকে একসাথে তাকালো ওরা!
কালো, সব কালো!
নেই কোনো তারা, নেই কোনো আলো !

এদিকে ভিতু মানুষের দল সুরু করেছে হুরোহুড়ি !
দানব নৌকোতে উঠতে গিয়ে ছিটকে গেল ওরা,
দুজনে দুদিক এ !
নৌকা দিল ছেড়ে!
সব কিছু লন্ডভন্ড, 
জোরে জোরে ঢেউ উঠে কালো জোয়ারী নদীর স্তন তখন উর্ধমুখী!
ভিতু মানুষের দল  হায়হায় করে উঠলো!
আরে পাখিটা  সামলাও, আরে মালা গুলো সামলাও,
কাল সকালে হাটে  এ ভালো দাম পাওয়া যাবে!

ওদের হাতে তখন থেকে গেছিল কিছু পুরনো পাপড়ি!
ছিড়ে দুমড়ে বৃষ্টিতে ভিজে যা পচে গন্ধ হযেগেছে !

No comments: