আমি খালি ভুল করে চলি,
একবার নয় , বারবার!
ভাবি ডানদিক দিয়ে হাটবো যখন দোকান যাব,
সেই পা চলে যাই বাঁ দিকের নর্দমা ঘেসা ফুল এর ঝোপে!
চোখ ফেরাতে পারিনা !
দিয়ে যা হয় আর কি,
পা হড়কে কালো জলে !
ভাবি আস্তে আস্তে কথা বলব আড্ডায় গিয়ে ,
কেউ যেন শুনতে না পায় কতটা চিত্কার করছি মনে মনে !
আবার সেই ভুল করে ফেলি !
সবাই ভয়ে পিছিয়ে যায় আমার বক্তৃতা শুনে !
সবজান্তা বলে গালি দেয় কি? কে জানে!
No comments:
Post a Comment