Friday, August 2, 2013

একটু আগে

মহা বিপদে পরা গেছে!
বিজ্ঞানী হতে গিয়ে  দেখলাম আলোর গতিবেগ এর থেকে মনের গতিবেগ মাপতে বেশি ভালো লাগছে!
লেন্সে আলোর সরল রেখার সারল্য বই বোঝাই করে আছে!
সব সারল্য মিলেমিশে সে কি ভীষণ জটিল আকিঝুকি !

আমাদের চিন্তা গুলো ও ওরকম!
শুরুতে সোজা , বলে পালাইপালায় ,
দিয়ে যেই দেখে একটা আয়না , ব্যাস আবার ফিরে আসে নিজের কাছে!
আর যেই আটকে রাখবে চিন্তা গুলো কে একটা ভ্যাপসা বন্ধ ঘরে, 
আয়না আর স্বচ্ছ  কাঁচের দেয়ালে ধাক্কা দিতে থাকবে!
ধাক্কা দিতে দিতে একটা সময় হয়ে উঠবে শক্তিশালী !

এখন তুমি বন্ধ ঘরে লাল আলো পাঠিয়েছে না সবুজ,
তাই দিয়ে হবে শেষ বিচার!

আমি সবুজ আলো ই পাঠিয়েছিলাম!
সব ঠিক থাক ছিল!

দিয়ে হঠাত কাঁচ গেল ভেঙ্গে ,
সব রাগ গিয়ে পড়ল আমার ওই ঘর তার উপর।

সব আয়না দিলাম ভেঙ্গে!
আলোগুলো তখনও সরল ছিল!

কি যে হলো!
আমি বললাম চলবেনা!

আলো সরল হবেনা!
এক লাইন এ যাবেনা!

নিয়ে এস প্রিজম,
নিয়ে এস আরো যত জটিল কাঁটা লাগানো যন্ত্র !

সরলতা ঘুচিয়ে দেব!

সবুজ লাল সব মিলে 
কাঁচঘর হলো ধ্বংস !

তাই হয়েগেলাম দার্শনিক !