Saturday, May 24, 2008

হারানো বন্ধুদের কে- তিন

সে বহু দিন আগের কথা|
পাড়ার নার্সারী ইস্কুল এর ছোট্ট ঘর এ
মায়ের হাত ধরে এলো একটা ছোট মেয়ে|
দিদিমনি জায়গা করে দিল আমার পাশে বসার|
আমার চার বছরের পুচকি মনে দ্বিধা আর অহম|
কে এ? আমার পাস এ বসে? জানে আমি ফার্স্ট হই?প্রাইজ পাই কবিতায়?
রাগ হলো একটু , যেমন সেই কাল এর ওই বয়সী দের হত|

দিন চললো বয়ে,
রোজ নতুন নতুন Adventure,
একাল এর twitter এর micro-blogging এর মতন,
ক্লাস এর ফাঁক এ দিদিমনি র ছোখ এড়িয়ে ছোট চিরকুট এর চালাচালি|
হঠাত পাওয়া সেই নতুন বন্ধুর জন্য অচেনা হলো পুরনোরা
আমার কথার আর গল্পের ঝুড়ি উপুড় করে দিলাম তার কাছে,
সেই মিষ্টি শান্ত শ্রোতা|
ওর মা এসে আমায় যখন বলত অর খিয়ায়াল রাখতে, নিজেকে মনে হত নাইট,
আর ও আমার রাজকন্যা যাকে আমি রক্ষা করব সব বিপদ থেকে|
কেউ র টিফিন কেড়ে নিয়ে দেখুক তো|


আমার ছোট বেলার অহংকার, মারপিট, দুষ্টুমি, মহানুভবতা, বাগান এ পেয়ারা চুরি করা আর গোলাপ ফুল এর অভিযান ,
আর অনেকটা হিংসুটে ভালবাসা
সব কিছুই আসলে ছিল ওর জন্য|

তার পর ?

আমরা বড় হয়ে গেলাম|
বন্ধুত্বের শৈশব থেকে প্রতিদ্বন্দী দুই নারী হওয়ার পথে |

পড়ল কৈশোরে পা |



Friday, May 23, 2008

হারানো বন্ধুদেরকে - এক

আমার স্বপ্নে আজ আবার এলে ফিরে,
অনেক দিন পরে|
ঝাপসা মুখ, ক্ষীণ কথা,
তবুও তুমি ছিল আছ থাকবে
আমার ছোট্ট হওয়ার ইচ্ছে ঘুমের ভীরে,
সাদা থান সাদা চুল আর আমার নামের সুরে|
দেবে তুলে মুখে এক গেরাসে গুর মাখা ভাত নরম আলু মেখে|

পড়ছে মনে আবার সেই দিনটা,
তখন আমি বড়ই ছোট, তিন পেরিয়ে চার এ দিয়েছি পা|
একরাশ সাদা শন এর মাথা, হাত বুলিয়ে দিচ্ছি তোমার গলায়,
বলছ তুমি "কে রে আমর মানিক এলি কার কোলেতে?"
সবার থেকে ছোট্ট আমি ,
আর তো নেই কারোর তাই কোল এ বসার উপায় |
ঐটা আমার আমার আমার|
তোমার পুজোয় ব্যাঘাত ঘটাই,
মায়ের কাছে কান মলা খাই
তবুও আমার সাত খুন মাফ তোমার কাছে |


তারপরেতে একদিন,
রাঙ্গা জেঠুর রাত্রি বেলায় ফোন|
মা কেন উঠলো কেঁদে?
গেলুম চলে জেঠুর বাড়ি,
সেই ঘর, সেই বিছান, আর সাদা থান,
ভীর করেছে লোক মেলা |
বারান্দাতে টিয়ের খাঁচায়
রয়েছে পরে তোমার দেওয়া ছোলা|

আমি তখন দেখছিলেম আয়না|
কান্না তো সেদিন ও পেলোনা|
দেখছিলেম চুপি চুপি
পিছন থেকে শুয়ে থাকা তোমার ছায়া টাকে,
আর কান্না পেলে হাসলে আমায় কেমন লাগে|

মা এসে বলল "ঠাকুমা চলে যাচ্ছে, নমো করবেনা?"

চীত্কার করে উঠলো টিয়ে টা|

আর আমিও, চুপিচুপি:
আয় রে বৃষ্টি জোরে|

কিন্তু বৃষ্টি পড়ল না |

হারানো বন্ধুদেরকে - দুই

আমি আবার তোর মুখটা এক ঝলক দেখতে চাইরে আইভি|

আজ নিশ্চই তোর আর মনে পরে না আমাকে?
ওপাড়ার ছোটন দিদি?
মা এর হাত ধরে আসতিস তুই..
কৌতুহলী চোখ, আর সেই নিস্পাপ মুখ;
তোর গলার সেই গান -- "হাজার তারা আলোয় ভরা, চোখের তারা দুই"
আজ ও কান এ বাজে আমার,
আর সেই কৌতুহলী চোখ এর ঝকঝক এ স্বপ্নিল দুটো চোখ এর কথা মনে পরে|

রোজ বিকেল এ একসাথে ঘুরতে যেতাম,
আমার সাইকেলের প্রথম ডবল ক্যারী ও তোকে নিয়ে|
মনে আছে? তোর পাঁচ বছর এর জন্মদিন?
সেই জমিয়ে লুকোচুরি খেলা আমাদের?
আর সেই আমাদের কাতুকুতু বুড়ো?
মনে আছে
সেই যে তুই নতুন স্কুল এ ভর্তি হওয়ার পর আমায় গল্প শোনাতিস তোর বন্ধু রুমকি, তৃষা আর সোহিনীর?
আমি তোর সাথে ভাগ করে নিতাম আমার সেই কিশোর বেলার ডেভিড কপার ফিল্ড, হকলে বেরি ফিন ,অলিভার টুইস্ট|
আর তোর সেই অধ উচ্চারণ এর অবোধ প্রশ্নে জেরবার হয়ে
সাজতাম রাগী দিদিমনি|
সেই অস্পষ্ট আধো আধো "ছোটন দিদি আমি দোল খাপো"
আজ ও আমার কান এ বাজে|

তুই ই আমায় ভালবাসতে শিখিয়েছিলি , জানিস?

Thursday, May 1, 2008

সেই পাখিটা

মন খারাপের দুপুর বেলায় সৃষ্টিরা সব ভীড় করেছিস,
মন খারাপের মেঘ ঝুলিয়ে আপন কে তুই পর করেছিস|
ফসিল হওয়া স্বপ্ন গুলো আজ ও মন হাতড়ে বেড়ায়,
পলাশ অশোক কৃষ্ণচূড়া
স্মৃতির পাতায় আগুন ধরায়|


সে এক অদ্ভুত সময়|
পায়ের নীচে তখনো নরম পলি,
মন-বাগিচায় ফুল ফুটছে আস্তে আস্তে..
পাখীরা সবেছে করেছে সুরু গাইতে গান..

এমন সময় হলো ভোর|
এক নতুন দিন এর ভোর..........


বাউন্ডুলে বালিকা কে জাগিয়ে দিল রুপোর কাঠি ,
সে যে তখন বালিকা নেই
সে যে তখন গায়ক পাখি|
তখন ফেব্রুয়ারী র নতুন পাতায়
শুষ্ক শীতের বিদায় বাঁশী,
মেখে ফাগুন ফুল এর রেনূ,
গেছিল পাখি,
হ্যা, আমিও ভালোবাসী |





তারপরেতে বৃষ্টি এলো ,

আকাশ মেঘমল্লার উঠলো গেয়ে,

তপ্ত শেষ বৈশাখেতে গোপন সুরে অনুরাগে|

দুকুল ভাঙ্গে ভাঙ্গে বাধন মনে,

নতুন কুড়ি সবুজ পাতায় সজল মন-এর বাগান





বর্ষা শেষ এ বন্যা এলো কান্না মুখর মেঘ নিয়ে|

ফুরিয়ে গেল হঠাত করে পাখির নতুন গান,

অথই নিঝর শ্রাবন ধারায় অতলান্তে বাগান|


অবশেষে বৃষ্টি থামে,

নেইনেই আর বাগান নেই,

সে যে নোংরা স্মৃতির জল|

তাই যাচ্ছে পাখি উড়ে এক নতুন নীর এর খোঁজে,

পেরিয়ে নদী তেপান্তরে দুরে দুরে আরো দুরে|

বলছে পাখি মনে মনে,

আকাশ ভেঙ্গে বৃষ্টি নামুক বৃষ্টি নামুক জোরে|