সে বহু দিন আগের কথা|পাড়ার নার্সারী ইস্কুল এর ছোট্ট ঘর এ মায়ের হাত ধরে এলো একটা ছোট মেয়ে|দিদিমনি জায়গা করে দিল আমার পাশে বসার|আমার চার বছরের পুচকি মনে দ্বিধা আর অহম|কে এ? আমার পাস এ বসে? জানে আমি ফার্স্ট হই?প্রাইজ পাই কবিতায়?রাগ হলো একটু , যেমন সেই কাল এর ওই বয়সী দের হত|
দিন চললো বয়ে, রোজ নতুন নতুন Adventure,একাল এর twitter এর micro-blogging এর মতন,ক্লাস এর ফাঁক এ দিদিমনি র ছোখ এড়িয়ে ছোট চিরকুট এর চালাচালি|হঠাত পাওয়া সেই নতুন বন্ধুর জন্য অচেনা হলো পুরনোরাআমার কথার আর গল্পের ঝুড়ি উপুড় করে দিলাম তার কাছে,সেই মিষ্টি শান্ত শ্রোতা|ওর মা এসে আমায় যখন বলত অর খিয়ায়াল রাখতে, নিজেকে মনে হত নাইট, আর ও আমার রাজকন্যা যাকে আমি রক্ষা করব সব বিপদ থেকে|কেউ ওর টিফিন কেড়ে নিয়ে দেখুক তো|
আমার ছোট বেলার অহংকার, মারপিট, দুষ্টুমি, মহানুভবতা, বাগান এ পেয়ারা চুরি করা আর গোলাপ ফুল এর অভিযান ,আর অনেকটা হিংসুটে ভালবাসা সব কিছুই আসলে ছিল ওর জন্য|
তার পর ?
আমরা বড় হয়ে গেলাম| বন্ধুত্বের শৈশব থেকে প্রতিদ্বন্দী দুই নারী হওয়ার পথে |
পড়ল কৈশোরে পা |
তার পর ?
