Friday, May 23, 2008

হারানো বন্ধুদেরকে - দুই

আমি আবার তোর মুখটা এক ঝলক দেখতে চাইরে আইভি|

আজ নিশ্চই তোর আর মনে পরে না আমাকে?
ওপাড়ার ছোটন দিদি?
মা এর হাত ধরে আসতিস তুই..
কৌতুহলী চোখ, আর সেই নিস্পাপ মুখ;
তোর গলার সেই গান -- "হাজার তারা আলোয় ভরা, চোখের তারা দুই"
আজ ও কান এ বাজে আমার,
আর সেই কৌতুহলী চোখ এর ঝকঝক এ স্বপ্নিল দুটো চোখ এর কথা মনে পরে|

রোজ বিকেল এ একসাথে ঘুরতে যেতাম,
আমার সাইকেলের প্রথম ডবল ক্যারী ও তোকে নিয়ে|
মনে আছে? তোর পাঁচ বছর এর জন্মদিন?
সেই জমিয়ে লুকোচুরি খেলা আমাদের?
আর সেই আমাদের কাতুকুতু বুড়ো?
মনে আছে
সেই যে তুই নতুন স্কুল এ ভর্তি হওয়ার পর আমায় গল্প শোনাতিস তোর বন্ধু রুমকি, তৃষা আর সোহিনীর?
আমি তোর সাথে ভাগ করে নিতাম আমার সেই কিশোর বেলার ডেভিড কপার ফিল্ড, হকলে বেরি ফিন ,অলিভার টুইস্ট|
আর তোর সেই অধ উচ্চারণ এর অবোধ প্রশ্নে জেরবার হয়ে
সাজতাম রাগী দিদিমনি|
সেই অস্পষ্ট আধো আধো "ছোটন দিদি আমি দোল খাপো"
আজ ও আমার কান এ বাজে|

তুই ই আমায় ভালবাসতে শিখিয়েছিলি , জানিস?

5 comments:

Sucharita Saha said...

puchki chhoton abar puchki ivy ke bhalobashe.. good.. generally barir chhotora ektu hingshute hoy,onno bachhader pochhondo korena.. Tui kortish jene bhalo laglo..

Anonymous said...

Baah..aro ektu badhon er durkar!
@ Sucharita devi...normally somoboysi pelei bachha ra khelte suru kore dei!

snowprincess said...
This comment has been removed by the author.
snowprincess said...
This comment has been removed by the author.
snowprincess said...

@chima..ivy amr theke 8 bachho r chhotto