আমি আবার তোর মুখটা এক ঝলক দেখতে চাইরে আইভি|
আজ নিশ্চই তোর আর মনে পরে না আমাকে?
ওপাড়ার ছোটন দিদি?
মা এর হাত ধরে আসতিস তুই..
কৌতুহলী চোখ, আর সেই নিস্পাপ মুখ;
তোর গলার সেই গান -- "হাজার তারা আলোয় ভরা, চোখের তারা দুই"
আজ ও কান এ বাজে আমার,
আর সেই কৌতুহলী চোখ এর ঝকঝক এ স্বপ্নিল দুটো চোখ এর কথা মনে পরে|
রোজ বিকেল এ একসাথে ঘুরতে যেতাম,
আমার সাইকেলের প্রথম ডবল ক্যারী ও তোকে নিয়ে|
মনে আছে? তোর পাঁচ বছর এর জন্মদিন?
সেই জমিয়ে লুকোচুরি খেলা আমাদের?
আর সেই আমাদের কাতুকুতু বুড়ো?
মনে আছে
সেই যে তুই নতুন স্কুল এ ভর্তি হওয়ার পর আমায় গল্প শোনাতিস তোর বন্ধু রুমকি, তৃষা আর সোহিনীর?
সেই যে তুই নতুন স্কুল এ ভর্তি হওয়ার পর আমায় গল্প শোনাতিস তোর বন্ধু রুমকি, তৃষা আর সোহিনীর?
আমি তোর সাথে ভাগ করে নিতাম আমার সেই কিশোর বেলার ডেভিড কপার ফিল্ড, হকলে বেরি ফিন ,অলিভার টুইস্ট|
আর তোর সেই অধ উচ্চারণ এর অবোধ প্রশ্নে জেরবার হয়ে
সাজতাম রাগী দিদিমনি|
সেই অস্পষ্ট আধো আধো "ছোটন দিদি আমি দোল খাপো"
আজ ও আমার কান এ বাজে|
তুই ই আমায় ভালবাসতে শিখিয়েছিলি , জানিস?
5 comments:
puchki chhoton abar puchki ivy ke bhalobashe.. good.. generally barir chhotora ektu hingshute hoy,onno bachhader pochhondo korena.. Tui kortish jene bhalo laglo..
Baah..aro ektu badhon er durkar!
@ Sucharita devi...normally somoboysi pelei bachha ra khelte suru kore dei!
@chima..ivy amr theke 8 bachho r chhotto
Post a Comment