আমার স্বপ্নে আজ আবার এলে ফিরে,অনেক দিন পরে|ঝাপসা মুখ, ক্ষীণ কথা,তবুও তুমি ছিল আছ থাকবে আমার ছোট্ট হওয়ার ইচ্ছে ঘুমের ভীরে,সাদা থান সাদা চুল আর আমার নামের সুরে|দেবে তুলে মুখে এক গেরাসে গুর মাখা ভাত নরম আলু মেখে|
পড়ছে মনে আবার সেই দিনটা,তখন আমি বড়ই ছোট, তিন পেরিয়ে চার এ দিয়েছি পা|একরাশ সাদা শন এর মাথা, হাত বুলিয়ে দিচ্ছি তোমার গলায়,বলছ তুমি "কে রে আমর মানিক এলি কার কোলেতে?"সবার থেকে ছোট্ট আমি ,আর তো নেই কারোর তাই কোল এ বসার উপায় |ঐটা আমার আমার আমার|তোমার পুজোয় ব্যাঘাত ঘটাই,মায়ের কাছে কান মলা খাইতবুও আমার সাত খুন মাফ তোমার কাছে |
তারপরেতে একদিন,রাঙ্গা জেঠুর রাত্রি বেলায় ফোন|মা কেন উঠলো কেঁদে?গেলুম চলে জেঠুর বাড়ি,সেই ঘর, সেই বিছান, আর সাদা থান,ভীর করেছে লোক মেলা |বারান্দাতে টিয়ের খাঁচায় রয়েছে পরে তোমার দেওয়া ছোলা|
আমি তখন দেখছিলেম আয়না|কান্না তো সেদিন ও পেলোনা|দেখছিলেম চুপি চুপি পিছন থেকে শুয়ে থাকা তোমার ছায়া টাকে, আর কান্না পেলে হাসলে আমায় কেমন লাগে|
মা এসে বলল "ঠাকুমা চলে যাচ্ছে, নমো করবেনা?"
চীত্কার করে উঠলো টিয়ে টা|
আর আমিও, চুপিচুপি: আয় রে বৃষ্টি জোরে|
কিন্তু বৃষ্টি পড়ল না |
পড়ছে মনে আবার সেই দিনটা,
তারপরেতে একদিন,
মা এসে বলল "ঠাকুমা চলে যাচ্ছে, নমো করবেনা?"
চীত্কার করে উঠলো টিয়ে টা|
আর আমিও, চুপিচুপি:
আয় রে বৃষ্টি জোরে|
কিন্তু বৃষ্টি পড়ল না |
2 comments:
eta amar shotti khub bhalo legechhe. khub khub bhalo legechhe. darun likhechhish.
Baah!
Asadharon finishing..good good!
Post a Comment