Thursday, May 1, 2008

সেই পাখিটা

মন খারাপের দুপুর বেলায় সৃষ্টিরা সব ভীড় করেছিস,
মন খারাপের মেঘ ঝুলিয়ে আপন কে তুই পর করেছিস|
ফসিল হওয়া স্বপ্ন গুলো আজ ও মন হাতড়ে বেড়ায়,
পলাশ অশোক কৃষ্ণচূড়া
স্মৃতির পাতায় আগুন ধরায়|


সে এক অদ্ভুত সময়|
পায়ের নীচে তখনো নরম পলি,
মন-বাগিচায় ফুল ফুটছে আস্তে আস্তে..
পাখীরা সবেছে করেছে সুরু গাইতে গান..

এমন সময় হলো ভোর|
এক নতুন দিন এর ভোর..........


বাউন্ডুলে বালিকা কে জাগিয়ে দিল রুপোর কাঠি ,
সে যে তখন বালিকা নেই
সে যে তখন গায়ক পাখি|
তখন ফেব্রুয়ারী র নতুন পাতায়
শুষ্ক শীতের বিদায় বাঁশী,
মেখে ফাগুন ফুল এর রেনূ,
গেছিল পাখি,
হ্যা, আমিও ভালোবাসী |





তারপরেতে বৃষ্টি এলো ,

আকাশ মেঘমল্লার উঠলো গেয়ে,

তপ্ত শেষ বৈশাখেতে গোপন সুরে অনুরাগে|

দুকুল ভাঙ্গে ভাঙ্গে বাধন মনে,

নতুন কুড়ি সবুজ পাতায় সজল মন-এর বাগান





বর্ষা শেষ এ বন্যা এলো কান্না মুখর মেঘ নিয়ে|

ফুরিয়ে গেল হঠাত করে পাখির নতুন গান,

অথই নিঝর শ্রাবন ধারায় অতলান্তে বাগান|


অবশেষে বৃষ্টি থামে,

নেইনেই আর বাগান নেই,

সে যে নোংরা স্মৃতির জল|

তাই যাচ্ছে পাখি উড়ে এক নতুন নীর এর খোঁজে,

পেরিয়ে নদী তেপান্তরে দুরে দুরে আরো দুরে|

বলছে পাখি মনে মনে,

আকাশ ভেঙ্গে বৃষ্টি নামুক বৃষ্টি নামুক জোরে|


3 comments:

Sucharita Saha said...

Kobitata khub shundor re, khub khub shundor.Byas aar kichhu bolte chaina.

Anonymous said...

Se j elo na...elo na....!!

Sundar hoyechhe eta....jato dukkher kobita likhechis ekhono obdhi tar modhye etar bunon asadharon!

snowprincess said...
This comment has been removed by the author.