Saturday, May 24, 2008

হারানো বন্ধুদের কে- তিন

সে বহু দিন আগের কথা|
পাড়ার নার্সারী ইস্কুল এর ছোট্ট ঘর এ
মায়ের হাত ধরে এলো একটা ছোট মেয়ে|
দিদিমনি জায়গা করে দিল আমার পাশে বসার|
আমার চার বছরের পুচকি মনে দ্বিধা আর অহম|
কে এ? আমার পাস এ বসে? জানে আমি ফার্স্ট হই?প্রাইজ পাই কবিতায়?
রাগ হলো একটু , যেমন সেই কাল এর ওই বয়সী দের হত|

দিন চললো বয়ে,
রোজ নতুন নতুন Adventure,
একাল এর twitter এর micro-blogging এর মতন,
ক্লাস এর ফাঁক এ দিদিমনি র ছোখ এড়িয়ে ছোট চিরকুট এর চালাচালি|
হঠাত পাওয়া সেই নতুন বন্ধুর জন্য অচেনা হলো পুরনোরা
আমার কথার আর গল্পের ঝুড়ি উপুড় করে দিলাম তার কাছে,
সেই মিষ্টি শান্ত শ্রোতা|
ওর মা এসে আমায় যখন বলত অর খিয়ায়াল রাখতে, নিজেকে মনে হত নাইট,
আর ও আমার রাজকন্যা যাকে আমি রক্ষা করব সব বিপদ থেকে|
কেউ র টিফিন কেড়ে নিয়ে দেখুক তো|


আমার ছোট বেলার অহংকার, মারপিট, দুষ্টুমি, মহানুভবতা, বাগান এ পেয়ারা চুরি করা আর গোলাপ ফুল এর অভিযান ,
আর অনেকটা হিংসুটে ভালবাসা
সব কিছুই আসলে ছিল ওর জন্য|

তার পর ?

আমরা বড় হয়ে গেলাম|
বন্ধুত্বের শৈশব থেকে প্রতিদ্বন্দী দুই নারী হওয়ার পথে |

পড়ল কৈশোরে পা |



3 comments:

Samantha said...

i have a cousin with ur name. :)

Sucharita Saha said...

Tui soumi ke etota bhalo bondhu bhabish jodi nijer ohong ta bhule ektu egiye ja, dekh abar tora thik aager motoi bondhu hote parbi, 16 bochhor er bondhutto ke ebhabe majh somudro majhi chhara bhasoman noukar moto obosthay chhere dishna..

Anonymous said...

Ei kobita ta soumi k patha!....tui na pathate parle ba lojja pele ami achhi...peacefully diye debo....tarpor soumi takhono fire na ele or boyfriend k pathabo....takhono na ele or barite...or college e...office....

yarkis apart...soumi'r hoito ekhon tor kotha serakom mone pore na...kintu amar calculation anujai ekdin porbei!