Friday, August 2, 2013

একটু আগে

মহা বিপদে পরা গেছে!
বিজ্ঞানী হতে গিয়ে  দেখলাম আলোর গতিবেগ এর থেকে মনের গতিবেগ মাপতে বেশি ভালো লাগছে!
লেন্সে আলোর সরল রেখার সারল্য বই বোঝাই করে আছে!
সব সারল্য মিলেমিশে সে কি ভীষণ জটিল আকিঝুকি !

আমাদের চিন্তা গুলো ও ওরকম!
শুরুতে সোজা , বলে পালাইপালায় ,
দিয়ে যেই দেখে একটা আয়না , ব্যাস আবার ফিরে আসে নিজের কাছে!
আর যেই আটকে রাখবে চিন্তা গুলো কে একটা ভ্যাপসা বন্ধ ঘরে, 
আয়না আর স্বচ্ছ  কাঁচের দেয়ালে ধাক্কা দিতে থাকবে!
ধাক্কা দিতে দিতে একটা সময় হয়ে উঠবে শক্তিশালী !

এখন তুমি বন্ধ ঘরে লাল আলো পাঠিয়েছে না সবুজ,
তাই দিয়ে হবে শেষ বিচার!

আমি সবুজ আলো ই পাঠিয়েছিলাম!
সব ঠিক থাক ছিল!

দিয়ে হঠাত কাঁচ গেল ভেঙ্গে ,
সব রাগ গিয়ে পড়ল আমার ওই ঘর তার উপর।

সব আয়না দিলাম ভেঙ্গে!
আলোগুলো তখনও সরল ছিল!

কি যে হলো!
আমি বললাম চলবেনা!

আলো সরল হবেনা!
এক লাইন এ যাবেনা!

নিয়ে এস প্রিজম,
নিয়ে এস আরো যত জটিল কাঁটা লাগানো যন্ত্র !

সরলতা ঘুচিয়ে দেব!

সবুজ লাল সব মিলে 
কাঁচঘর হলো ধ্বংস !

তাই হয়েগেলাম দার্শনিক !

ভুল

আমি খালি ভুল করে চলি,
একবার নয় , বারবার!
ভাবি ডানদিক দিয়ে হাটবো  যখন দোকান যাব,
সেই পা চলে যাই বাঁ দিকের নর্দমা ঘেসা  ফুল এর ঝোপে!
চোখ ফেরাতে পারিনা !
দিয়ে যা হয়  আর কি,
পা হড়কে কালো জলে !

ভাবি আস্তে আস্তে কথা বলব আড্ডায় গিয়ে ,
কেউ যেন শুনতে না পায় কতটা চিত্কার করছি মনে মনে !
আবার সেই ভুল করে ফেলি !
সবাই ভয়ে পিছিয়ে যায়  আমার বক্তৃতা শুনে !
সবজান্তা বলে গালি দেয় কি? কে জানে!

সত্যি করে যা হলো

শুরুতে সব ই ছিল,
পাখি ফুল পাতা পাপড়ি গান নদী আকাশ ভরা তারা আর বৃষ্টি ভরা বিকেল!
তারপর যা হয় আর কি!
বৃষ্টি থামতেই শুরু গাড়ির দৌরাত্ম্য আর ভিখারীর ছ্যাবলামো !
কিছু ভীতু মানুষ এর দল এসে বোঝালো ওদেরকে!
পাখীটা এই বেলা খাঁচায় না আটকালে উড়ে পালাবে,
আর ওই ফুল পাপড়ি এই বেলা তুলে ফেল প্লাস্টিক এ মালা গেঁথে!
বৃষ্টি শেষ,গুছিয়ে ফেলতে হবে সব কিছু!
সাবধানী হতে চাইল ওরা!
আকাশ যে এখন কালো ভয়াল, অন্ধকার এ মুখ দেখা যায়না পুরোপুরি!
তাই বিশ্বাস অবিশ্বাস মিশিয়ে চলল মালা গাঁথা!
এদিকে বিকেল গড়িয়ে সন্ধ্যে শেষ হয়ে কখন রাত হব হব !
 চামচিকি আর বাদুড়ের দল বেরিয়ে পড়েছে শিকারে !
তাড়াহুড়ো করে ওরা গুটিয়ে নিল মালা,
সুতোয় টান, দাম বন্ধ করা প্লাস্টিক!
খাঁচায়  ভিজে বন্দী পাখি খিদের চটে ঘুমিয়ে পড়েছে কখন!
নদী তখন জোয়ারে কালো ভয়াল!
ভীতু মানুষেরা বোঝালো ওদেরকে,
এইবেলা গাটরী বাঁধো  বাছারা !
ওরা তাই মালা গুলো গুটিয়ে ফুল গুলো চটকে খাঁচা হাতে দিল ছুট !

একটা কালো দানবের মতন নৌকো এসে দাঁড়ালো নদীর গা ঘেসে!
শেষ বারের মতন তারাগুলো কে দেখবে বলে 
আকাশের দিকে একসাথে তাকালো ওরা!
কালো, সব কালো!
নেই কোনো তারা, নেই কোনো আলো !

এদিকে ভিতু মানুষের দল সুরু করেছে হুরোহুড়ি !
দানব নৌকোতে উঠতে গিয়ে ছিটকে গেল ওরা,
দুজনে দুদিক এ !
নৌকা দিল ছেড়ে!
সব কিছু লন্ডভন্ড, 
জোরে জোরে ঢেউ উঠে কালো জোয়ারী নদীর স্তন তখন উর্ধমুখী!
ভিতু মানুষের দল  হায়হায় করে উঠলো!
আরে পাখিটা  সামলাও, আরে মালা গুলো সামলাও,
কাল সকালে হাটে  এ ভালো দাম পাওয়া যাবে!

ওদের হাতে তখন থেকে গেছিল কিছু পুরনো পাপড়ি!
ছিড়ে দুমড়ে বৃষ্টিতে ভিজে যা পচে গন্ধ হযেগেছে !

The White-Walker's confession............

In the midst of thousands of desires,
I am the  lost soul.

The blessings and the curses, I can no longer distinguish .
Time stopped in the dark forest.

I no longer see that spiral stair case.
Old ghosts visit me.With the fire from hell.

The hell is in me now.
I chose my way of burning,
those hell fire broke once again.

Kill them all,whispered the golden boy,
The angel from hell,

So I killed  them all. All my beautiful dreams. Glorious memories of the perfect me, the perfect family, the perfect life I hold in my pride with love. 

And the vows of perfection from my past lives. 

Even Theon would have been ashamed to see how shamelessly I killed.
The mad love toxin was in my blood.
I was the eccentric swordsman.
The euphoria was in my arms.
Mercury whispered, Mars stepped in.
I poked,I chopped, I cut them to pieces.

I can no longer see the start the end , the middle the bottom.
I exist.
I eat, sleep, drink, sleep.

Now I sleep for eternity and wait for the end.

All friends are lost . In a battle from hell.
I killed them all. In my own hands.

So the ghosts visit me to curse on the top of that crater,
where hell broke loose.

The red river is waiting for me, under neath my feet.
I see the burning rage, uncontrollable, rising from the hell of unforgiven chaos.

The red kiss  takes me to beyond this dream.

My dream is over now, for hell is waiting for me.

I think, I count, I no longer find the spiral staircase.
Hell broke lose in the middle of the forest.

I listen to the cries of the deer,
the unknown birds, the scared rabbit.

They all are running.

I stand there.
On the red mountain.
On the top .

Alone.

The lava crawls in.

Thursday, June 27, 2013

ভীত ভিখারীর বাস্তব

সব ছিড়ে ভেসে গেছ সাকুরার পালক !
বাঁচার রসদ খুঁজে ফিরে ক্লান্ত শরীর 
ফিরে যায় বারবার ঘুমের আশ্রয়ে !
মিথ্যে সান্তনার ঘিরে ফেলে যত পুরনো রক্তের দাগ,
যত সত্যি-ভয়, যত কার্য-কারণ দুঃস্বপ্নের সরল সমীকরণ !
ব্যর্থ , মৃত সাদাটে সাকুরা ভেসে চলে ...! 

Saturday, June 8, 2013

Pessimism

Let it be a dull sky..
Let the moon burn out..

Troy is no more.

May be they'll be lost..and forgotten..
Who cares the marcy-less History?

Or may be remembered...
in their own Odyssey..


Perhaps, only words will remain...

Optimism

We'll fill the crowded disk
with songs from countryside.
We'll look to the world together
in our own merry-go-round ride.

The crystals of dream
sparkles in mind,
when I close my eyes..
the colors are changing every-time..
and they are brighter...
when we are together.

so cheer up..
and lets paint the sky together.
Lets make hope 
the song of our lifetime.
From now on in future,
there is no waste of time.
because we'll be together
for our lifetime...

Return

Return..

when the saffron sky
disappears
before kissing the brightest star
goodbye..


Return..

before the shining angels 
sadly smile 
up above there...
and fades away in silence.


Return..

before the hopes turns into
drewdrops..
and defeat to the struggling  sun 
with red tomorrows..

The square window


The world comes alive through my small window..
And I cherish, I wonder. 
I see through the looking glass ..
to that small glimpse of infinity..

And hold my breath for hope..

Little trifling daemons visit me every day..
I fight, I learn. 
The rubics cube never matches,
Still I play, 
and continue learning.

The square window brought news
of passing sand,  and shining faces.
I can't hear..but I do see them..
the pretentious smile,
and the forgotten tears they hold..


The squared world changes color,
yet stands still,
At  dusk, my window reminds me
of the days passed by..

I smile back at the squared world,
and ignite the candles in the other side..


(inspired by Amar janla, a song by Anjan Dutta

Saturday, May 18, 2013

অন্তিম ঘৃণা

যা হয়ার ভয় ছিল তাই হলো ।
চোখের মধ্যে একদিন সুঁচ ঢুকেযাছে 
এই স্বপ্নে  শুতে পারিনি দিন এর পর দিন।
তাই হলো।
গোলাপী সুক্ষ্ম আলোর সুঁচে সেলাই হয়েগেল চোখ ।

ভয় ছিল ,
একদিন মুখোস খুলে বেরিয়ে যাবে কদর্য্য সব ভয় বেরিয়ে গিল।
ভয় ছিল বেরিয়ে যাবে উলঙ্গ ঘৃণায় মাখা অপত্য  ভালবাসা ।
বেরিয়ে গেল সেও ।
বেরিয়ে গেল যত নষ্ট ঘুণ ধরা লুকোনো ভয়।
কি বা আছে বেঁচে থেকে এই ব্যবসায়ী বাজারে।